বিশ্বের সবচেয়ে কমবয়সী বিলিওনিয়ার কাইলি জেনার

‘ফোর্বস’ ম্যাগাজিনের বিলিওনেয়ারদের তালিকায় বিশ্বের সবচেয়ে কমবয়সী বিলিওনিয়ার হিসেবে জায়গা করে নিয়েছেন ‘কাইলি কসমেটিকস’র প্রতিষ্ঠাতা কাইলি জেনার৷

কাইলি ক্রিস্টেন জেনার জন্ম ১৯৯৭ সালের ১০ আগস্ট। একজন মার্কিন রিয়্যালিটি টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, অভিনেত্রী, উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্ব এবং সামাজিক গণমাধ্যম ব্যক্তিত্ব। ২০১৫ সালে কাইলি তার নিজস্ব ব্রান্ডের প্রসাধনী ব্র্যান্ড ‘কাইলি কসমেটিক্স’ শুরু করেন, ঐ অ্যাপসটি আইটিউন্স অ্যাপ স্টোরে প্রথম স্থানে উঠে আসে।

২০১৫ সালে অনলাইনে কসমেটিকস বিক্রির প্রতিষ্ঠান ‘কাইলি কসমেটিকস’ প্রতিষ্ঠা করেন ২১ বছর বয়সী এই তরুণী৷ গত বছর তার প্রতিষ্ঠান আনুমানিক প্রায় ৩৬ কোটি ডলার মূল্যের প্রসাধন বিক্রি করেছে৷

অনলাইনে প্রথমে কেবল লিপস্টিক, লিপলাইনারসহ ঠোঁট সজ্জার সব প্রসাধনী বিক্রি শুরু করেছিলেন কাইলি জেনার৷

ফোর্বস বলছে, কাইলি জেনার যে কেবল সর্বকনিষ্ঠ বিলিওনেয়ার তাই নন, তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা, যিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠানটি শুরু করেছেন এবং পরিচালনা করছেন৷

জেনারের এক বছরের একটি মেয়ে রয়েছে৷ কোম্পানির শতভাগের মালিক তিনি নিজেই৷

কাইলি কসমেটিকস গত বছর আল্টা বিউটি ইনকরপোরেশনের সঙ্গে পণ্য বিক্রির চুক্তি করে৷ ফলে যুক্তরাষ্ট্রে ওই কোম্পানির ১১৬৩টি দোকানে কাইলি কসমেটিকসের পণ্য বিক্রি হচ্ছে৷

শেয়ার করুন:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

সম্পর্কিত পোস্ট

দেড়শ নারীকে স্বাবলম্বী করছেন ফেরদৌসি পারভীন!

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীদের একটা অংশ উৎপাদনের সঙ্গে জড়িত। কিন্তু পুঁজির অভাবে অনেকেই উদ্যোক্তা হয়ে উঠতে পারছে না। থামি. পিননসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক প্রস্তুত করতে

উদ্যোক্তাদের জন্য মানসিক চাপ কমানোর কিছু পন্থা

আমরা আজকে উদ্যোক্তাদের জন্য আলোচনা করবো মানসিক চাপ কমানোর পন্থা নিয়ে কারন উদ্যোক্তারা অনেকেই মানসিক চাপ নিয়ে তার উদ্যোগ কে সফলার দিকে নিয়ে যেতে পারে

বাড়ির ছাদে ছাগল পালন করে স্বাবলম্বী রায়হান!

‘পরিবারে কোনো আর্থিক অনটন ছিল না। পড়েছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তাই আমার মতো ছেলে কেন ছাগল পালন করবে, এটাই ছিল মানুষের আপত্তির কারণ। কিন্তু মানুষের সেসব