আয় করুন ড্রপশিপিং ব্যবসায়!

ড্রপশিপিং আসলে কী: মনে করুন আপনি একটা সাইট করবেন যেখানে আপনি কিছু পণ্য বিক্রি করবেন কিন্তু প্রোডাক্ট ক্রয় করে আপনার ঘরে রেখে বিক্রি করার মতো মূলধন নেই আবার পুরো কার্যক্রমটা চালানোর মতো লোকবল নেই। তবুও আপনি এই বিজনেস করতে পারবেন।

সোজা কথায় আপনার নিজের ষ্টোরে প্রোডাক্ট সাজিয়ে রাখলেন, এরপর কাস্টমার আপনার ষ্টোরে ঢুকে সেই প্রোডাক্টটি কিনতে অর্ডার করল, এবার আপনি একজন সাপ্লায়ারের নিকট থেকে উক্ত পন্যটি ক্রয় করে তা আপনার কাস্টমারের নিকট পাঠিয়ে দিলেন এই সিস্টেমটাই ড্রপশিপিং।

এক কথায় বলতে গেলে, পাইকারি বিক্রেতার কাছ থেকে সরাসরি কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দেয়ার নামই ড্রপ শিপিং। সহজ করে বললে, আপনি সাপ্লায়ার/উৎপাদনকারীর সাথে একটা চুক্তি করবেন। তারপর সাপ্লায়ার/উৎপাদনকারীর যে পণ্যগুলো নিয়ে আপনি কাজ করবেন সেগুলোর তথ্য, ছবি ইত্যাদি নিয়ে অনলাইনে একটি স্টোর (ই-কমার্স ওয়েব সাইট) তৈরি করবেন।

আপনার সাইটে কেও কিছু অর্ডার করলে আপনি সেই অর্ডার ডিটেইলস আপনার সাপ্লায়ার/উৎপাদন কারীকে জানিয়ে দিবেন। তিনি আপনার কোম্পানীর লগো ,ঠিকানা ইত্যাদি ব্যবহার করে তা প্যাকেজ করে পাঠিয়ে দিবে। ক্রেতা বুঝবে আপনিই তাকে পাঠিয়েছেন।

ড্রপ শিপিংয়ের মাধ্যমে কেমন আয় করা সম্ভব: অন্যান্য সকল ব্যবসার মতো, মুনাফা এবং সাফল্যের মাত্রা নির্ভর করে কিছু বিষয়ের উপর- পণ্য নির্বাচনের প্রতি ব্যবসায়ীর সুক্ষ্ম পর্যবেক্ষণ এক্ষেত্রে সবচেয়ে লক্ষ্যণীয়। কিন্তু একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে কঠিন পরিশ্রম ও সঠিক কাজ দ্বারা প্রায় দশগুণ আয়ের উপযোগী একটি ড্রপ শিপিং ব্যবসা গড়ে তোলা সম্ভব।

নিজের ই-কমার্স সাইট তৈরি করেই একটি দীর্ঘমেয়াদী সফল ও মুনাফা অর্জনকারী ড্রপ শিপিং ব্যবসা চালানো সম্ভব। কি পরিমান আয় করতে পারবেন এটি মূলত আপনার উপর নির্ভর করছে। আপনি যে পরিমান খরচ করবেন সেই অনুপাতেই রিটার্ন পাবেন।

ড্রপ শিপিং মোটেও কোন ম্যাজিক ফর্মূলা নয় – উল্লেখযোগ্য কাজ এবং সময়ের মাধমে এক্ষেত্রে মূল সাফলতা পাওয়া সম্ভব। তবে এটি একটি টেকসই এবং ঝুঁকিহীন অনলাইন ব্যবসা।

যে কারণে আপনি ড্রপশিপিং করবেন: ড্রপ শিপিংয়ে লক্ষ লক্ষ ডলার বিনিয়োগের দরকার নেই। অর্ডার আছে এমন পণ্য ক্রয়ের অর্ডারের পরিবর্তে, আপনি শুধুমাত্র একটি পণ্য কিনতে পারেন। বিক্রয়ের জন্য কোন পণ্য আপনাকে আগেই কিনতে হচ্ছে না শুধুমাত্র একটি ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই ড্রপ শিপিং ব্যবসা চালানো সম্ভব।

শেয়ার করুন:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

সম্পর্কিত পোস্ট

দেড়শ নারীকে স্বাবলম্বী করছেন ফেরদৌসি পারভীন!

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীদের একটা অংশ উৎপাদনের সঙ্গে জড়িত। কিন্তু পুঁজির অভাবে অনেকেই উদ্যোক্তা হয়ে উঠতে পারছে না। থামি. পিননসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক প্রস্তুত করতে

উদ্যোক্তাদের জন্য মানসিক চাপ কমানোর কিছু পন্থা

আমরা আজকে উদ্যোক্তাদের জন্য আলোচনা করবো মানসিক চাপ কমানোর পন্থা নিয়ে কারন উদ্যোক্তারা অনেকেই মানসিক চাপ নিয়ে তার উদ্যোগ কে সফলার দিকে নিয়ে যেতে পারে

বাড়ির ছাদে ছাগল পালন করে স্বাবলম্বী রায়হান!

‘পরিবারে কোনো আর্থিক অনটন ছিল না। পড়েছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তাই আমার মতো ছেলে কেন ছাগল পালন করবে, এটাই ছিল মানুষের আপত্তির কারণ। কিন্তু মানুষের সেসব