গাধাকে কখনোই উঁচু আসনে বসানো ঠিক না

রহমান সাহেব একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু গাধা ছাদে উঠে ,আর নামতে চাইছে না। বহু চেষ্টা বিফলে গেলো। গাধা মোটেও নামতে চাইছে না। বাধ্য হয়ে মোল্লা নিচে নেমে এসে, গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন।

আধ ঘন্টা, এক ঘন্টা, এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেলো, তবুও গাধা নামছে না। রহমান সাহেব অনুভব করলেন, তার বাড়ির জীর্ণ-শীর্ণ ছাদ, গাধা পদাঘাত করে, ভেঙে ফেলতে চাইছে।

রহমান সাহেব ভয় পেয়ে গেলেন। কমজোর ছাদ, সামনে বর্ষাকাল, বিপদ আসন্ন। ছাদ ভেঙে গেলে, ঝড়-জলের দিনে থাকবেন কোথায়! বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন, গাধাকে নিচে নামানোর প্রচেষ্টায়। কিন্তু গাধা নামতে চাইছে না। ক্রমাগত লাথি মেরে চলেছে, ছাদের উপর।

রহমান সাহেব শেষ প্রচেষ্টা করতে লাগলেন। গাধাকে ধাক্কা মেরে, নিচে নামানোর চেষ্টা করতেই,, গাধা মোল্লাকে কয়েক- বার লাথি মেরে, ছাদ থেকে নিচে ফেলে দিলো। মোল্লা ভীষণ রকম আহত হয়ে, মাটিতে পড়ে রয়েছেন।

ওদিকে গাধা ছাদ ভেঙে, ঘরের মেঝেতে পড়ে গেলো। মোল্লা রক্তাক্ত, গাধাও রক্তাক্ত। মোল্লার হাত ভেঙেছে, কোমরে ব্যাথা, ওদিকে গাধাও প্রচণ্ড আঘাত পেয়ে, উঠে দাঁড়াতে পারছে না। নির্ঘাত গাধার পা ভেঙে গিয়েছে।

রহমান সাহেব সেদিন ভাবলেন, “গাধাকে কখনোই উঁচু আসনে নিয়ে যেতে নেই।” তাহলে গাধা: প্রথমত-যে যায়গায় নিয়ে যাবেন, সেই জায়গার ক্ষতি করবে। দ্বিতীয়ত-যিনি নিয়ে যাবেন, তাঁর ক্ষতি করবে। তৃতীয়ত-নিজেরও ক্ষতি করবে।

শেয়ার করুন:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

সম্পর্কিত পোস্ট

দেড়শ নারীকে স্বাবলম্বী করছেন ফেরদৌসি পারভীন!

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীদের একটা অংশ উৎপাদনের সঙ্গে জড়িত। কিন্তু পুঁজির অভাবে অনেকেই উদ্যোক্তা হয়ে উঠতে পারছে না। থামি. পিননসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক প্রস্তুত করতে

উদ্যোক্তাদের জন্য মানসিক চাপ কমানোর কিছু পন্থা

আমরা আজকে উদ্যোক্তাদের জন্য আলোচনা করবো মানসিক চাপ কমানোর পন্থা নিয়ে কারন উদ্যোক্তারা অনেকেই মানসিক চাপ নিয়ে তার উদ্যোগ কে সফলার দিকে নিয়ে যেতে পারে

বাড়ির ছাদে ছাগল পালন করে স্বাবলম্বী রায়হান!

‘পরিবারে কোনো আর্থিক অনটন ছিল না। পড়েছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তাই আমার মতো ছেলে কেন ছাগল পালন করবে, এটাই ছিল মানুষের আপত্তির কারণ। কিন্তু মানুষের সেসব